সাময়িকী: শুক্র ও শনিবার
-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
গল্পের শরীরে যত মায়া জমে,
ছায়া তার থেকেও বেশি ধরে রাখে অশ্রু।
ভূমিকার আজকের তুমি,
বিষাদের মুখোমুখি হলে,
থমকে গিয়ে ভাবো!
কতোনা রোদ জলে জীবন
পুড়ে ভিজে যত্ন নেই পাঠে।
অরন্যভূমের ঝরাপাতার পথে সবুজে হরিধ্বনি।
ভাঁজ করা বিকেল ছুটির ধারনা দিলে,
মনে পড়ে খিদে আর আগুনের সম্পর্ক।
তবুও বাঁধন, আলাদা হতে না দেওয়ার
শর্তে গাঁথতে থাকে কথামালা।
কাঁধে তুলে নেওয়ার আগে,
ভালোবাসা নাও,
হে জীবন- – –
Add Comment