সাময়িকী: শুক্র ও শনিবার
-মুহম্মদ নূরুল হুদা
জন্মেছিলাম যদিও তোমার জন্যে,
এ কায়াজন্ম চড়কের শূলে হন্যে;
উড়ালকুমারী কোথায় উড়াল বলো তো?
মনোসংসারে? বুনোপথে? জনারণ্যে?
মেরুদণ্ডের ঠিক মাঝখানে বড়শি,
বিঁধেছে আমাকে দশদিকে মহাকর্ষী,
সুমেরু কুমেরু ভ্রমণ-রমণ হলো তো;
খোলা জোড়া চোখ, নই শুধু দূরদর্শী।
লালন করেছে তোমাকে যেহেতু সন্ত
তারায় তারায় একতারা প্রাণবন্ত
জলেজঙ্গলে জলতরঙ্গে পড়শি;
শুরু আছে, শুধু নেই ভ্রমণের অন্ত।
সমান্তরাল উড়াল তবে কি মায়াজাল?
শিখিনি সাঁতার, সাঁতরাই তবু মহাকাল।
আমরা দুজন নই দুজনের কায়াজাল।
ভুবনে ভুবনে পাতা আমাদের ছায়াজাল।
কায়ায় কায়ায় ছায়ায় ছায়ায় এই মায়া
উড়ালকুমার উড়ালকুমারী আবছায়া।
Add Comment