সাময়িকী: শুক্র ও শনিবার
-অরনী চৌধুরী
মেঘালয় থেকে ভেসে আসে
সুখের ঘ্রাণ
হাসির ফোয়ারা ওষ্ঠে ভেসে উঠে,
বাগানের গোলাপের সৌরভ ছড়িয়ে পরে
পরিশুদ্ধ হয় কলুষিত মন যতো,
প্রজাপতির রঙগুলো রাঙিয়ে দেয়
ধূসর বেদনাগুলোকে ভুলে
হাতে গুঁজে নেয় পূর্ণিমার আলো
আমন্ত্রণ জানায় পৃথিবীকে,
পূর্ণিমার আলোতে
আলোকিত হয় পৃথিবী,
আলোর উৎসব জাগে
প্রতিটি জীবের হৃদস্পন্দনে,
সব ভালোবাসা গুলো মিশে যায়
পৃথিবীর দিগন্তের দেয়ালে দেয়ালে।
Add Comment