মহান বিজয় দিবসের শুভেচ্ছা
-নুর এ আলম
চল চল চল, চল রে মনা চল;
দূর দেশেতে জন্মভূমি, চল রে সেথা চল।
আকাশে বাতাসে মুক্তির উল্লাসে ছুটবে পাখির দল;
এসেছে ডিসেম্বর, গহনে ফুটবে ফুল, বিজয়ের উচ্ছ্বাস।
কুসুম প্রভা উঠবে জেগে নতুন সকাল সেজে;
মায়ের মুখে ফুটবে হাসি কিরণ সবুজ নীড়ে।
শস্য খেতে কুয়াশার চাদরে কৃষক কাটবে ধান;
উঠোন মধ্যে রাঙা বধু জ্বালবে ধানের তাপাল।
পুকুর ঘাটে শাপলা জলে দুষ্ট মেয়ের দুল;
ইচ্ছে ফড়িং তিড়িং বিড়িং নাচবে ঘুরে ঘুরে।
দস্যু ছেলে নদীর তীরে মাতবে রঙে ঢঙে;
মাঝিমাল্লা পাল তুলিয়া গাইবে কন্ঠে দেশের গান।
ওরে ও বাংলাদেশ তুই এতই বেশি প্রতিবাদী;
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অতীব সাহসী।
৭ই মার্চ রেসকোর্স ময়দানে মুজিব দিয়েছে ভাষণ;
সাত কোটি মানুষের মূল্যায়নে লক্ষ তরুণের জাগরণ।
“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম;
তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাক;
মনে রাখবে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ”।
বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর, হামিদুর রহমান,
মোস্তফা কামাল, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান,
মুন্সি আব্দুর রউফ, নূর মোহাম্মদ শেখ;
তারা প্রত্যেকেই মুক্তিযুদ্ধে রেখেছেন অসামান্য অবদান
যার জন্য আজো তারা ইতিহাসের পাতায় রয়েছেন অম্লান।
নয় মাস রক্তে রঞ্জিত ছিল নদীর জলে;
দেশকে ভালোবেসে পরিবার ফেলে জীবন দিলো সংগ্রামে।
আরো কত জীবন উৎসর্গ হয়েছে স্বদেশের পানে;
তব যায়নি বৃথা, কভু ভুলিবনা ভুলিবনা তোমাদের।
চল চল চল, চল রে মনা চল;
দূর দেশেতে মায়ের চোখে দুফোঁটা মুক্তির জল।
স্বাধীন দেশে আবার এসেছে ফিরে বিজয়ের ডিসেম্বর;
অপরূপ বাংলা আমার চল রে সেথা চল।
Add Comment