কবিতা

বিজয়-উৎসব

মহান বিজয় দিবসের শুভেচ্ছা

-ফরিদ আহমদ দুলাল

ভালো থাকার চেষ্টায় গলদঘর্ম হই প্রতিদিন
শুধু মনে হয় পৃথিবীর কাছে এ জন্মের ঋণ,
প্রথমত জননীর দুগ্ধামৃত দ্বিতীয়ত স্নেহ
শেষতক মাতৃজঠরের নিরাপত্তা পারে না দিতে যা কেহ
মায়ের আদরে ক্রমে বেড়ে ওঠা মাতৃযত্নে বাঁচা
শঙ্কা-শঙ্কুল জীবনে আশ্রয় হয়েছে মা’র পাঁজরের খাঁচা
মা’র স্নেহাদর নিবিড় আশ্রয় মৃত্তিকার মায়াময় বুকে
কুশলে থাকার নিত্যমন্ত্র শেখায় সে সুখে-দুঃখে।

বিদায়ের বাঁশি যদি বাজে নিশ্চিত বিদায় নেবো
শান্তি মনে অগস্ত্যযাত্রার পর মৃত্তিকায় শান্তির আশ্রয় পাবো
অস্থি-মজ্জা-করোটি মাটিতে মিশে যাবো
অথবা চিতাভষ্মের সাথে মাটির সংশ্রব পাবো;
মৃত্তিকা আমার কন্যা-জায়া-জননী-প্রেমিকা সব
আমার বেদনা ছায়ার আঙিনা এক নদী রক্তে কেনা বিজয় উৎসব।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930