সাময়িকী: শুক্র ও শনিবার
-ফরিদ আহমদ দুলাল
মেধাবী পণ্ডিত নই বলে যা খুশি বলার অধিকার পাই
তাল-লয়-উদারা-মুদারা-তারা জানা নেই পাখিদের সুরে গান গাই।
ব্যাকরণ শিখিনি কখনো প্রকরণহীন লিখে শান্তি পাই
কাগজ-কলম যদি সঞ্চয়ে না থাকে
গহীন অতলে যদি চারুলতা অবিরাম ডাকে
বুকের চাতালে আপন খেয়ালে কবিতার পঙক্তি লিখে যাই।
না পাওয়ার বেদনা পুশি না বলে বঞ্চনার কষ্ট পাই
ভোরের শিশিরে পা ভিজিয়ে অবহেলা-সন্তাপ কুড়াই
বারেবারে নিয়মের শৃঙ্খল গুড়িয়ে দিয়ে শূন্য হয়ে যাই।
আপন ভাবার ঔদার্য না যদি থাকে কারো বুকে
স্বজন না ভাবে কেউ জীবনের গূঢ় দুঃখ-সুখে
কতো সহজেই আমি পৃথিবীর কাছে পর হয়ে যাই;
ঘর যখন দুর্বৃত্ত আগুনে পোড়াও আকাশের নীলে উড়ে যাই;
জীবনাশ্রয় যখন ছায়া হয়ে ডাকে মৃত্তিকার মায়া
ফিরিয়ে দিলেও হই অনড় বেহায়া
স্বচ্ছন্দ-আবেগে আমি নদী হয়ে যাই।
Add Comment