সাময়িকী: শুক্র ও শনিবার
-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
চোখের ইশারায় উঁকি মারে মস্তানি
গোলাপি হাসির শিসে
কাছে ডাকার অমোঘ আবেদন
সুযোগ সমেত ছাঁকা আঁধারে
কুয়াশার মতো,
মৌলিক আড়ালকে অনুবাদ করতে শেখায়
অসম্ভবের দখল শৈলি—
অধীর প্রত্যয়ী ঠোঁটের কোনায়
পরতে পরতে জমে চুম্বনের অঙ্কুর
মুঠোয় ধরা বিস্ময়ের কুসুম ঘ্রাণে
উপত্যকা ঘিরে
অবাধ অক্ষর চাষ
পৃথিবীর সব স্বপ্ন আর রঙ
খুঁজে পায় ভালোথাকার জিয়ন স্বাদ
Add Comment