সাময়িকী: শুক্র ও শনিবার
-তুলোশী চক্রবর্তী
বহু বছর ধরে
ঐ শহরের চৌরাস্তার মোড়ে
দাঁড়িয়ে আছে একটি ল্যাম্পপোষ্ট।
কনকনে ঠান্ডা হাওয়ায়
ঘামছে সে দরদরিয়ে (থরথরিয়ে)
জনবসতি হীন ঐ ফাঁকা মাঠে
চুপচাপ দাড়িয়ে।
সবাই লেপ মুড়িয়ে যায় ঘুমিয়ে ,
তাকে খোঁজে না কোন-জনে
নিস্তব্ধ রাতে একাকী সে
দাঁড়িয়ে থাকে নির্জনে।
ইচ্ছে জাগে তারো
ঘুমিয়ে যাওযার,
কি করে যাবে ঘুমের দেশে
সে যে সেখানকার পাহারাদার।
পুড়ে যাওয়া নিকোটিনের ধোঁয়া
লেগে আছে তার কলেবরে
রয়েছে কতো ঘটনার সাক্ষী হয়ে
জীবন রহস্যের প্রহরে।
জানোয়ারের থাবায় কাঁচা রক্তের ছাপ
সহস্র রজনীর আতঙ্কের ঘোর
সবই জানাতে চায় চিৎকার করে
তাই বারে বারে খোঁজে মুক্তির দোর।
শোনাতে চায় তার
নিঃসঙ্গ একাকীত্বের সব গল্প
থমথমে মুখে ক্ষমাপ্রার্থী হয়ে
মুক্তি চায় সে অল্প।
তিমির আধারের
অপরাধের সাক্ষী হতে সে চায় না
তার আপনমনে সততই পলকে উড়ে যাওযার বাসনা।
Add Comment