সাময়িকী: শুক্র ও শনিবার
-আনোয়ার হোসেন সোহাগ
জীবন থেকে হারিয়ে যায়
সময়-স্মৃতি কঠিন মায়ায়
জীবনের অনেক কাজ বাকি
অপ্রাপ্তির চোখ লুকায় রাখি।
অজানায় স্বপ্নের প্রান্তরে
মন বলে যায় তুই ক্লান্তরে
দেহের উপর মৃত্যুর ছায়া
জীবনটা আজ শুধু মায়া!
নিস্তব্ধতায় হারানোর ধুম
নিশাচর চোখে উদাস ঘুম
স্বপ্নেরা তাই ছুটে পালায়
অগাধ বৃষ্টি ঝোড়ো ধারায়।
কোলাহলেও নিরুত্তর চোখ
বিস্তৃতি দেখে আপনা শোক
দিবসরজনী আজ নিঃস্ব
স্মৃতির খাতায় নাম অদৃশ্য।

Add Comment