তরঙ্গটুডে

বছরের প্রথম শুক্রবার ছবিশূন্য!

হ্যালোডেস্ক

২০১৯ সালকে বলা হচ্ছে ঢালিউডের সবচেয়ে খরার বছর। বেশিরভাগ বিশ্লেষক বলছিলেন, চলমান ২০ সাল হবে সেই খরা কাটিয়ে ওঠার বছর।

কিন্তু বছরের প্রথম শুক্রবারই (৩ জানুয়ারি) যাচ্ছে ছবিহীন! অর্থাৎ বছরের প্রথম সপ্তাহে নতুন কোনও ছবি মুক্তি পাচ্ছে না। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, ‘বিষয়টি আসলে হতাশার। বছরের শুরুতেই একটা ধাক্কা খেলাম আমরা। দর্শক হলে ফিরবেন—এমন ছবি এখনও মুক্তির তালিকায় দেখছি না।’
এদিকে সম্ভাবনা ছিল টলিউডের ‘রবিবার’ ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে এই শুক্রবার (৩ জানুয়ারি)। শেষ পর্যন্ত সেটিও হলো না।

জয়া আহসান অভিনীত আলোচিত ‘রবিবার’ ছবিটি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ২৭ ডিসেম্বর। সেটি বাংলাদেশে আমদানি করার কথা জানিয়েছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির প্রধান অনন্য মামুন বলেন, ‘‘খুব ইচ্ছা ছিল বছরের শুরুতেই ‘রবিবার’ মুক্তি দেওয়ার। জয়া আহসান সূত্রে ছবিটি তো আমাদেরও। কিন্তু কিছু জটিলতার কারণে সেটি আর সম্ভব হলো না। তবে সামনের সপ্তাহের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’’

জানা গেছে, দেশের প্রেক্ষাগৃহে চলতি সপ্তাহেও চলবে ‘মায়া: দ্যা লস্ট মাদার’-সহ দেশি-বিদেশি বেশ কিছু পুরনো ছবি।

তথ্য: বাংলাট্রিবিউন

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930