সাময়িকী: শুক্র ও শনিবার
-নাজমা সুলতানা
লাল নীল সবুজ হলুদ
কিছুই বুঝিনা আমি
আমি জানি আমার কাছে
তুমিই অনেক দামী।
তুমিই আমার ভোরের শিশির
মাঠের সবুজ ধান
তোমার সাথে বাক্ বিতন্ডায়
আসে খুশির বাণ।
কল্পলোকের কল্পনা নও
বাস্তবেরই মাঠে
তোমার সাথে আমার চলা
সুখ দুখেরই ঘাটে।
জন্ম ভুলি কর্ম ভুলি
ভুলি অনেক কাজ
তারও চেয়ে বেশি ভুলি
আমার সকল লাজ।
কোথায় আছ কতদূরে
কোথায় তোমার শ্বাস?
তুমি কি আমার আদৌ চেনা
আমার মনোবাস।
অবাক হয়ে ভাবছি আমি
অবাক হয়ে রই
কল্পলোকের তুমিই সাথী
আমার তুমি কই?
আশ ছেড়েছি বাস ছেড়েছি
সব ছেড়েছি আজ
মনোজগতে আমার রাজা
তুমি ই রাজাধিরাজ ।
Add Comment