সাহিত্য

নুসরাত শরমীনের প্রথম কাব্যগ্রন্থ ‘উঠে দাঁড়াবার কালে’

হ্যালোডেস্ক

একুশে গ্রন্থমেলা ২০২০

অমর একুশে গ্রন্হ মেলায় পাওয়া যাচ্ছে কবি, আবৃত্তিকার ও শিল্পী কাজী নুসরাত শরমীনের প্রথম কাব্যগ্রন্থ ‘উঠে দাঁড়াবার কালে’। এবারের ইমেলায় বইটি সম্পর্কে লেখক বলেন- ‘উঠে দাঁড়াবার কালে’, মলাটবদ্ধ আমার কবিতার বই। এ বইয়ে ধারণ করতে চেয়েছি সময়ের মৌলিকতাকে। জীবন বিচিত্র, দিন-রাত প্রতিটি মুহূর্তের ভাঁজে ভাঁজে জীবন বিস্তৃত করছে তার অপ্রতিরোধ্য শাখা-প্রশাখা। শেকড় আঁকড়ে ধরছে মায়ামাটি। এই যে আছি, সুখে ও অসুখে, প্রেমে-বিপ্লবে, মান-অভিমানে, এই থাকাটুকুই আমার অস্তিত্ব। সে অস্তিত্ব জানান দেবে আমার কাজ। আমি যে বেঁচে ছিলাম, কাজ তার স্বাক্ষর রেখে যাবে। আমি তো মানুষ, রক্তমাংসের, জীবনবোধ,সম্পর্ক, প্রেম-কাম ও দ্রোহের সমন্বয়। ন্যায়ের মিছিলে যেমন আলো হাতে, তেমনি অন্যায়ের বিরুদ্ধে ঝলসে ওঠা আমার জাতিগত ইতিহাস।

প্রতিরোধ প্রতিবাদ যুদ্ধের তেজ আমার রক্তে। এ বইয়ের কবিতারা তারই প্রকাশ। আধেক সত্য অনুভবে আধেক কল্পনা। ‘উঠে দাঁড়াবার কালে’ আমার প্রথম কবিতার বই। প্রথম সন্তানের মতো মায়ের অতি আদেখলাপনা থাকতে পারে এ বইয়ে। তবে কিছু কবিতায় শাসনের দৃঢ়তাও পাঠক খুঁজে পাবে, এ বিষয়ে আমি নিশ্চিত। পরবর্তী সংস্করণে বইটিকে আরও ঋদ্ধ করার পূর্ণ প্রয়াস থাকবে। তাই তো এ কাল উঠে দাঁড়াবার কাল, জাগরণের কাল।

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031