হ্যালোডেস্ক
গ্রন্থমেলা ২০২০
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ইমরুল হক ইমন’র ‘প্রণয়পত্র’।
বইটি সাহিত্যদেশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। একুশে গ্গ্রন্থমেলার ২৩৪, ২৩৫ নং স্টলে পাওয়া যাবে বইটি। লেখক ইমন একজন মডেল, অভিনেতা ও লেখক। এর আগেও লেখক ইমনের ৫টি বই বাজারে এসেছে। এবারের বইটি তাঁর ৬ নম্বর বই। লেখকের লেখা আত্নজীবনী ও কবিতার বই ইতিমধ্যে পাঠকদের মন কেড়েছে। লেখক বলেন, একুশে মেলায় এবারের বইটি একটু ভিন্ন ভাবে সাজানো হয়েছে। জানতে চাইলে বলেন, হারিয়ে যাওয়া চিঠি নিয়ে লেখা হয়েছে বইটি।
প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে গেছে হাতে লেখা চিঠি। চিঠির আদান- প্রদান এখন আর নেই বললেই চলে। কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই যুগ। লেখার ভাষার সাথে হারিয়ে গেছে আবেগও।
তিনি জানান, খুব সহজে মানুষ এখন ইন্টারনেটে ক্ষুদে বার্তার মাধ্যমে প্রয়োজনীয় কথা সেরে নিতে পারছে। তার মতে চিঠির আনন্দ কোন ভাবেই প্রযুক্তির মধ্য দিয়ে পাওয়া সম্ভব নয়। তাই হারিয়ে যাওয়া চিঠি নিয়ে লেখা হয়েছে এবারে বইটি।
লেখক বলেন ‘প্রণয়পত্র’ বইটি পড়লে পাঠক জানতে পারবে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া চিঠির বিষয়বস্তু সম্পর্কে।
Add Comment