সাময়িকী: শুক্র ও শনিবার
চেতনায় একুশ
-আলেয়া আরমিন আলো
আয় ছেলেরা,আয় মেয়েরা
গল্প শুনবি আয়,
বাংলা ভাষার ইতিহাস আজ
তোদেরকে শোনায়।
এদেশ তখন ছিলো পরাধীন
শাসক পাকিস্তানি,
প্রতিটি বাঙালির মনে ছিলো
পরাধীনতার গ্লানি।
শাসন নামের শোষণ ছিলো
নিপীড়ণ অত্যাচার,
ক্ষমতায় কেড়ে নিতে চাইলো
ভাষার অধিকার।
উর্দূই হবে দেশের রাষ্ট্র ভাষা
করলো সমন জারি,
চেতনায় আঘাতে ক্ষুব্ধ বাঙালি
বিক্ষুব্ধ আহাজারি।
সেদিন ছিলো ৮ই ফাল্গুন
২১শে ফেব্রুয়ারি,
ছাত্ররা সব একত্র হলো
রুখতে স্বৈরাচারী।
রফিক শফিক বরকত সহ
রাজপথে শ্লোগানে,
বর্ণমালা আঁকা ব্যানার হাতে
ভাষার আন্দোলনে।
দানবের গুলিতে ঝরে গেলো
ভাষা সৈনিকের প্রাণ,
শহীদের রক্তের বলিদানে বাঁচলো
মাতৃভাষার মান।
এখন সবাই একুশ এলেই
উৎসবের আনন্দে মাতে,
অথচ,এই ইতিহাস লেখা হয়েছে
শত মায়ের অশ্রুতে।
চলো সবাই পুষ্পার্ঘ্য অর্পণে
বিনম্র শ্রদ্ধায়,
শহীদের আত্মত্যাগ স্মরণ করে
তাদের সালাম জানাই।
Add Comment