সাময়িকী: শুক্র ও শনিবার
-অরনী চৌধুরী
প্লাবিত প্রেমের বন্যায় ভেসে
প্রেম আসুক বসন্ত সমীরণে
হৃদয় আকাশে,
ভালোবাসার রঙধনু সাজিয়ে
প্রেম আসুক পড়ন্ত বেলায় সূর্যের মিষ্টি আলোয়
কফি হাউজের কফির মগে ঠোঁট ভিজিয়ে।
ভালোবাসার ডালপালা প্রতিটি হৃদস্পন্দনে যাক ছড়িয়ে
জেগে উঠুক প্রেমসুধার বন্যা
শুষ্ক নদীর বাঁকে বাঁকে,
ভরা পূর্ণিমার রাতে
বাউরি বাতাস হৃদয়কে ছুঁয়ে দিয়ে
বসন্তের প্রেম আসুক গোপনে সংগোপনে,
হৃৎপিণ্ডের গভীর অরণ্যে হানা দিয়ে যাক
এক ঝাঁক প্রেমানুভূতি জেগে উঠুক
বসন্ত ফিরে আসুক নব রূপে
প্রকৃতির সৌন্দর্য কে সাজিয়ে অপরূপে,
জবা, কাঁঠালী চাঁপা, আর দুরন্ত শিমুল
গাছে গাছে ফুটুক ফুল
কৃষ্ণচূড়ার পাতায় পাতায় যতো মৃত প্রেম জেগে উঠুক,
হৃদয়ে নেচে উঠুক বেহুলা বাঁশির টান
হৃদয় জুড়ে ভাসুক বসন্তের ফুলের মৌ মৌ ঘ্রাণ
বসন্তের সব ভালোলাগা ফিরে পাক প্রাণ।
Add Comment