সাময়িকী: শুক্র ও শনিবার
-প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (কলকাতা)
পিছন ফিরে বারবার দেখার মধ্যে
যে সংশয়,
ফলোয়ার চেহারা একবার মনে গেঁথে ফেললে
তুমি নিজেকে নিশানা ভেবে উত্তেজিত হয়ে উঠবে
চোখ সবসময়ই যা দেখে
অনেক সময় ঠিক নাও হতে পারে
আস্তে আস্তে ফেরার চিন্তা থেকে নিজেকে
দূরে সরিয়ে ফেললে
অহেতুক দেরি করবে ঘরের রাস্তা চিনতে
Add Comment