আজকের দেশ

খুলনায় শেষ হলো মূকাভিনয় কর্মশালা

হ্যালোডেস্ক

উদীচী খুলনা দৌলতপুর শাখার উদ্যোগে এবং বাংলাদেশ মাইম এসোসিয়েশনের সহোযোগীতায় তিন দিনব্যাপী ‘মুকাভিনয়’ কর্মশালা শেষ হলো।

গত ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বেসিক মাইম, বডি ল্যাংগুয়েজ, এক্সপ্রেশন এবং ইম্প্রোভাইজেশনের উপর কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়। এ কর্মশালায় উদীচী ও খুলনার বিভিন্ন সংগঠনের নৃত্যশিল্পী, ও অভিনয়ের ছাত্রছাত্রীবৃন্দ অংশ নেয়।

কর্মশালাটি পরিচালনা করেন, বিশ্বখ্যাত মুকাভিনেতা পার্থ প্রতিম মজুমদারের স্নেহধন্য ছাত্র আল মাসুম সবুজ।

ছবি: হ্যালোটুডে

সবুজের মতে মূকাভিনয় প্রশিক্ষণ সংগঠন করা প্রত্যেকটি সংগঠকের জন্য জরুরি। যেমন, পারফর্মিং আর্টের যত শাখা আছে, অভিনয়, মডেলিং, নাচ বা গান। এর সবগুলিতেই অভিব্যক্তি(এক্সপ্রেশন) এর ব্যবহার করা নহয়ে থাকে। প্রাণ ছাড়া শরীর যেমন মুল্যহীন, তেমনি এক্সপ্রেশন ছাড়া শৈল্পীক উপস্থাপন অকার্যকর।

মূকাভিনয় চর্চার মাধ্যমে সঠিক অভিব্যক্তি প্রকাশ এবং শরীরের সাবলিল ভাব প্রকাশ সম্ভব। এজন্য মূকাভিনয় শিল্পকে যেকোন পারফর্মিং আর্টের বেজমেন্ট হিসেবে ধরা হয়।

উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের শেষদিন উপস্থিত ছিলেন, অধ্যক্ষ্ জনাব মোস্তফা কামাল, কমিশনার মোঃ আলী, নিতিশ রায় ও উদীচীর পরিচালকবৃন্দ।

কর্মশালা শেষে ছাত্র ছাত্রিদের মধ্য সনদপত্র বিতরণ করা হয়।

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031