সাময়িকী: শুক্র ও শনিবার
-নীলা হোসেন
নগ্ন পায়ে হেঁটে চলে রক্তিম বিবমিষা
ক্ষোভের নারীমূর্তি।
শীতের ভোরে কেউ কি
দরজা খুলে হাত বাড়িয়ে দেবে না, ক্লান্ত নারীমূর্তি।
নিঃসৃত নিঃশ্বাস যমের কোলে লুটিয়ে পড়িনি।
মূর্তি ভেবে তাচ্ছিল্য।
আবদ্ধ দরজার ওপাশে ভরাট কন্ঠের ফিসফিসানি।
একটি কুৎসিত বিকৃত লালসার এসিডে
পোড়া হাতও যদি খুলে দিতো কপাটখানি।
একটি বিশুদ্ধ মনও কি নেই শীত সান্নিধ্যে।
ললাটে নাচে অভদ্র অভিশাপ। কৌশলে রাবণ
চিতা বুকের পাঁজরে যন্ত্রণার কাতরানি।
একটি কোমল ঠোঁটের স্পর্শ কি নেই
মন্দ সকালে। বিষন্ন চোখে অশ্রদ্ধা পাপীর হীন
স্বভাব। নারীমূর্তি মুক্তির শ্লোগানে মুখরিত
গোটা প্রকৃতি অসহায়। একজোড়া চোখও কি নেই
প্রকৃতিরঞ্জনে হোক না ধূসর বালুচর। তবুও
প্রোজ্জ্বল মঙ্গল শিখা।
সমাপ্তে একটি দরজার দ্বার উন্মোচিত সর্ব সময়
মৃত্যু কক্ষের।
নারীমূর্তির মুক্তির যৌক্তিক শ্লোগান
মাটি গর্ভে শাশ্বত নিমজ্জিত।
Add Comment