সাময়িকী: শুক্র ও শনিবার
-খসরু পারভেজ
১.
অদৃশ্য শক্রর বিরুদ্ধে যুদ্ধ আমাদের
অস্ত্র হাতে একাকী এখন বসে আছি ঘরে
এখন ঘরের ভেতর যুদ্ধ
ঘরে ঘরে যুদ্ধ
একাকিত্ব বড় অস্ত্র আমাদের
এসো, অস্ত্র উঁচু করে ধরি
ঘরে ঘরে দূর্গ গড়ে তুলি
একা হলে মানুষ নিজেকে চিনতে শেখে
একা হলে মানুষ ভালোবাসতে শেখে মানুষকে
এসো, মৃত্যুকে ভয় না করে মানুষকে ভালোবাসি।
২.
এত আধিপত্য তোমার
দুনিয়া কাঁপানো আস্ফালন
মূলত তোমার কোনো ক্ষমতাই নেই
নিজের দিকে তাকিয়ে দেখো
কত অসহায় তুমি !
৩.
সমগ্র পৃথিবী এখন একটি মহল্লা
মহল্লা পুড়ছে অদৃশ্য আগুনে
ধর্ম-বর্ণ বিদ্বেষ-বিভেদ ভুলে
মানুষেরা আজ একটি ধর্মেই দীক্ষিত
সে ধর্ম বেঁচে থাকার
দেখো মৃত্যুভয় কতটা মহান !
৪.
মানুষ! তুমিই তোমার পাপকে বহন করে চলেছো
তাই তোমাকেই নিতে হবে এর দায়
তুমি কি দেখো না তোমার চেহারা
কত বীভৎস তুমি
কত অকৃতজ্ঞ তুমি!
৫.
“তুমি ধর্ম বোঝো
মানুষ বোঝো না !”
তোমার ভেতরে যে অন্ধত্ব
তা করোনার চেয়ে ভয়াবহ।
৬.
আমি তো অনেক আগেই
হোম কোয়ারেন্টাইনে আছি
আমি তো বিচ্ছিন্ন হয়েই আছি
তোমাদের ভালোবাসা থেকে
তোমাদের মনুষ্যত্বহীনতা
আমাকে দিয়েছে অনন্ত লকডাউন
আজ থেকে আমি আইসোলেসানে যাবো
ভালো থেকো পৃথিবী !
Add Comment