শুভ নববর্ষ-১৪২৭
– শিউলি মন্ডল
এমন ফাঁকা রাজপথে বৈশাখ আসবে
ভাবিনি কখনো,,,,
এমন নিরব বটমূলে বৈশাখ যাবে
দেখিনি কখনো,,,,
এলোমেলো পড়ে থাকা কাচের চুড়ির ফাঁকে, বৈশাখ উকি দেবে
বুঝিনি তখনো,,,,
যখন শুনেছিলাম আসনী সংকেত।
এ বৈশাখ বড় থমথমে
ঠিক যেন কাল বৈশাখীর আগমনী।
নেই কোন গান, রূপ, রস, প্রান,,
আছে কেবল কালো মেঘে ঢাকা
নিস্তব্ধ সুনশান।
আতঙ্কের বুকে ভর করে আসা বৈশাখ
লড়ে যাচ্ছে টিকে থাকার আপ্রান লড়াই।
আজ বৈশাখ যেন কাতরাচ্ছে,
হাসপাতালের বিছানায় শুয়ে
টিকে আছে তার ভেন্টিলেটরে প্রান।
পৃথিবীর যেখানে দেখি চোখে পড়ে,
কেবল কবরস্থান আর শশ্মান।
এ বৈশাখ শুধু কিছু খাকি পরা মানুষের
ঘামে ভিজে যাওয়া দায়িত্ব।
এ বৈশাখ সাদা এপ্রোন আর পিপাই-র মধ্যে,,,,
উৎসর্গ করা কিছু নিবেদিত প্রান।
এ বৈশাখ কিছু কোমল মানব প্রেমী হৃদয়ের দেশ জুড়ে ছুটে চলা
দিক- বিদিক।।।
এ বৈশাখ লোভীর চালের বস্তায় চাপা পড়া,,
অভুক্তের খেয়ে বাঁচার ক্ষীণ স্বপ্ন।
আজ বৈশাখ বড় অনাদরে
ঠিক যেন গোড়া, অজ্ঞানীর ঘরে আসা
অনাকাঙ্ক্ষিত কর্্যা লক্ষ্মী।
তবুও এই অনাকাঙ্ক্ষিত ক্ষন,
কাঙ্ক্ষিত লক্ষ্য বয়ে আনবে
সেই বিশ্বাস রাখি মনে-প্রানে
আবারও আমরা গাইব এক তানে
এসো হে বৈশাখ এসো এসো…
Add Comment