কবিতা

এই চিত্তে তুমিই আছো

শুভ নববর্ষ-১৪২৭

– কামরুল ইসলাম

একমুঠো রোদ্দুর পার করে জল জাদুঘরে বসবে বোশেখের বিপণি বিতান
পদচিহ্ন পড়ে থাকবে আজ, কাল কিংবা দু’চারটে ভোরে
তখন খোঁপার মায়া গন্ধে নিবিড় হবো কাম-নিঃশ্বাসে
এই উন্মুক্ত রাত জুড়ে বসনখানি খসে পড়ুক
ফিনিসীয় নারীর হৃদয় জুড়ে দুঃস্বপন আসুক
কলরব উঠুক জলে, পৃথিবীর সুরভি নামুক তটে

এই সেই চিত্ত…
যার উপর তোমার অধিকারটুকু ঋষিদের মতো
যেন টগবগে নারীর জোৎস্নায় অদৃশ্য ভোর
যেমন করে সারা রাত জুড়ে আসর বসে প্রজাপতির
যেমন করে পানপাত্রের উপর উপুড় হয়ে বসে সোমরস
এইখানে সেই রূপ, বিলাসের আঁখিতে নূপুর-নিক্বণ
সনাতন জলে ভিজে গেছে উদোম শরীর

এখন জ্ঞানীদের পাঠশালায় বিধি-বিধান অহরহ গর্জে ওঠে
তখন নিমন্ত্রণ কার্ডটি পড়ে থাকে সংবাদপত্রের টেবিলে
কেউ দেখেছিল শতাব্দীর প্রণয়ে নিভে যায় মধ্যাহ্নের পথিক
বিচিত্র মেধাবী কোষ প্রমোদে মত্ত হয় নগরের পথে
অন্ধকারের উৎসব তখন মৃত্তিকার উঠোন পেরিয়ে অনন্তে লুটায়

এই বিশ্বের নীলোচ্ছ্বাসে কে তুমি? ঐ নক্ষত্রতলেই কি তোমার বাস!
কি দারুণ ছায়াবৃষ্টি সবুজ ঘাসের উপর,
এ এক কুমারীর তাজা প্রেম
কোন এক অমবস্যায় ঘোর লেগেছিলো,
স্নিগ্ধ রাতটুকুর অজানা লিপ্সায়
তখন থেকে এই চিত্তে তুমিই আছো,
সাধ সংকল্পের ভেতর তুমিই আছো
অজস্র আলোকবর্ষে তুমিই আছো…

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930