হ্যালোডেস্ক
কাজের ব্যস্ততায় চুল ও ত্বকের যত্ন সেভাবে নেওয়া হয় না। ঘরে থাকার এই সময়ে বাড়তি কিছুটা সময় কিন্তু ব্যয় করতেই পারেন রূপচর্চায়। সহজ কিছু ফেস প্যাক ও হেয়ার প্যাক সম্পর্কে জেনে নিন।
হলুদ
মধু, হলুদ ও দুধ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও কোমল।
লেবুর রস
লেবুর রসে পানি মিশিয়ে নিন। এই মিশ্রণে তুলো ভিজিয়ে ত্বকে লাগান চেপে চেপে। এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করবে।
মেথি
মেথি পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন ব্লেন্ড করে ডিম ও নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে।
চালের পানি
চুলের ভেঙে যাওয়া রোধ করতে শ্যাম্পু শেষে চাল ধোয়া পানি দিয়ে ধুয়ে নিন।
ডিম
একটি ডিম ফেটিয়ে দুই চা চামচ নারকেল তেল মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
তেল
কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে সামান্য গরম করে নিন। চুলে ঘষে ঘষে লাগান। গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রাখুব কিছুক্ষণ। সপ্তাহে একবার এটি ব্যবহার করলে চুলে ফিরবে প্রাণ।
অ্যালোভেরা
ত্বকে অ্যালোভেরার জেল লাগান সরাসরি। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ত্বক মোলায়েম ও উজ্জ্বল হবে।
Add Comment