কবিতা

তবে হবে আবার দেখা

সাময়িকী: শুক্র ও শনিবার

-শিউলি মন্ডল

কতদিন হয় না তোমার আমার দেখা।
জানি না আবার কখনো হবে কিনা।
তাই আজ এই অবসরে তোমায় নিয়ে লেখা।

জানি না হয়ত বড্ড ধুলো জমেছে তোমার বুকে,
নয়তো আমিহীনা তুমি আছো বেশ সুখে।
নেই আমার দাপিয়ে চলা, চিৎকার-চেচামেচি,
তোমার ঘরে এসেছে তাই শান্ত আলসেমি।

আচ্ছা বলতো…
আমার ঘরে কি ঘর বেঁধেছে চড়ুই পাখির ছানা!!
হয়তো তা হলেও তোমার তাতে নেই তেমন কোন মানা।
আজ হয়ত বেশ রয়েছো আমি ছাড়া তুমি,
তোমার কাছে নতুন সব রং আসছে হয়তো নামি।
নাকি রং আজ ফিকে হয়েছে,
আমার ফেলে আসায়
রং – বর্ণহীন আজ তোমার পড়ছে মনে আমায়!!

সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যাি আজকে বড় ফারাক
সেখানে হয়তো আমায় ছাড়া শান্তি আছে আরেক।
নাকি আমায় ছাড়া তোমার সময় বড্ড একঘেয়েমি
তুমি কি চাও…?
নিরব, নিথর বুকে তোমার তুফান হয়ে নামি।

কচিকাচা আজ বড্ড ভারি যায় না তোমার কাছে,
ওরাও আজ চার দেয়ালে নির্বাসনে আছে।
বুড়োগুলো তো আরো ভীতু, যাবে কেমন করে।
সবাইকে আজ রাখতে ভালো, সবাই আছে দূরে।
কচি, বুড়ো, আমি কেউতো তোমার কাছে নেই,
তাহলে কেমন আছ তুমি?
তোমার চঞ্চলতা দেখব বলে বড়ই অধীর আমি।

আচ্ছা বলতো, কাদের সাথে বলছ কথা?
কনক্রিটের বিল্ডিং, খালি রাজপথ,
ফুল, পাখি নাকি গাছের পাতা?
তোমারকি আর লাগছে ভাল এমন নিরবতা?
কাকেইবা আজ বলবে তুমি, তোমার নিজের কথা।
বুকের ভেতর যাচ্ছে মুচড়ে, তোমার নিরব থাকা।
তুমি আমার চিরচেনা, চঞ্চলা তিলোত্তমা ঢাকা।

এখানে আছি বেশ আমি, তোমার থেকে দূরে।
তবু কেমন কাঁটছে দিনরাত
বিশাদ ভরা সুরে।
হয়ত তুমি অভিমানে আছ গাল ফুলিয়ে,
ফিরে এলে সব অভিমান নেব দেখো ফিরিয়ে।

তোমায় নিয়ে এমন চিঠি লিখব মনের পাতায় ।
ডাকের কাছে দিয়ে থাকব তোমার চিঠির আশায়।
দেখব আমি আমার কাছে কেমন লেখ চিঠি।
দূরে গেলেও আমি তোমার কতটা জুড়ে থাকি।

ভালো থেকো তুমি, আমার প্রিয় ঢাকা।
ভাগ্যে যদি থাকে তবে আবার হবে দেখা।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031