সাময়িকী: শুক্র ও শনিবার
-শামসুদ্দিন হীরা
এমন ভাবে হঠাৎ করে
মন ভোলানো দমকা হাওয়া
প্রবল তাপে চাতক পাখি
একা একা জ্বলতে থাকি
বোশেখ যখন শ্রাবণধারা
জলের কথা বলতে মানা
বিজলীধারা ফোকাস আলো
গভীর হয়ে ভালোবাসো
প্রখর রোদে ক্লান্ত শরীর
বৃষ্টি জল দিচ্ছে ঢেলে
ভেজা ফুলে স্মৃতির বকুল
তোমার মন কেমন ব্যাকুল
বৈশাখী এক ঝড় বিকেলে
আঁচলখানি ভিজিয়ে এলে
আমি কিন্তু লুকিয়ে দেখি
ভাঁজ কাপড়ের স্বচ্ছ শরীর
কাজের মাঝে অষ্টপ্রহর
দিতে পারো একটু আদর
Add Comment