সাময়িকী: শুক্র ও শনিবার
-সাঈদা নাঈম
নিশিদিন কেবল ছুটে বেড়াই
এ প্রান্ত থেকে ঐ প্রান্তে…
ধূসর আলো যেখানে গিয়ে মিশেছে।
অজানাকে জানতে কে না ছুটেছে?
বিশাল বিপুলে খুঁজছে সবাই নিজেকে।
সুনীল আকাশের ঝিলমিল হাওয়া
মনকে করে দেয় উতলা।
চিরকালের অপেক্ষা আর বিরামহীন ছুটে চলা
এরই মাঝে পেতে চায় মানুষ একটু আশ্বস্ততা।
পাল্টে দিতে পারে জীবন।
থেমে যায় না তখন
জীবনের সব কোলাহল।
যে কোলাহলের মাঝে নেই কোনো ক্রন্দন
অন্ধকারের কোলাহলে শূন্যতা ধু ধু করে।
আলোর আলস্যে নতুন আলো সন্ধান করে।
একরাশ দিগভ্রান্ত বাতাসের মাঝে
নিজের দিকটি খুঁজে নেয় জনকল্লোলের মাঝে
বাতাস বোঝে না কিছু শুধু থাকে বিভ্রান্তে।
তাইতো ছুটে চলা শেষ হয় না
বিশ্বাসের স্তব্ধ মজবুত হয় না।
চোখের দ্বীপ্তি ছাড়া যেমন পৃথিবী দেখা যায় না
বেলা -অবেলার গল্পও তেমন শেষ হয় না।
জীবনের উন্মত্ততার নেই কোনো মূল্য
উচ্চারণে নেই যে আজ কোনো ছন্দ…
Add Comment