সাময়িকী: শুক্র ও শনিবার
-রেহানা বীথি
চাইলেও ঝরেনি মনজুড়ে, অথচ এখন ঝরছে। ঝরে ঝরে তোমার আসা যাওয়ার পথের ঘাসগুলো ধুয়ে দিচ্ছে যত্ন করে। মন তোমার সবুজ সতেজ এখন। চোখ বোলাও বালির বুকে সাগরলতার কাব্যিক ঢঙে চলাচলের ওপর। অথচ পাওনি সময় এতদিন। তোমার যাওয়ার পথে যে ধুলোর পরত জমেছিল, জমেছিল আঁধার ফেরার পথেও, মনের ওপর ভারী চাদর বিছিয়ে ঢেকে রেখেছিলে তা অবহেলায়।
মন……. যত্ন যে তারও প্রয়োজন, ভুলে গিয়েছিলে তা অবলীলায়।
এখন সময় পেয়েছো। অস্থির বৈশাখ শান্ত অনেক। খাঁ খাঁ রোদ্দুর নেই, মিঠে মিঠে সোনারঙ আকাশে। পাশের শিমলতার মতো চিকন নদীটির যে ডাক উপেক্ষা করেছো এতদিন, মনটা ভিজিয়ে নাও তার জলে। দেখবে বহুদিন পর ক্ষয়ে যাওয়া, দিনে দিনে ক্ষুদ্র হয়ে যাওয়া মনটায় উপশমের প্রলেপ পড়বে। সেরে উঠবে তোমার মন, সেরে উঠবে তুমি।
Add Comment