কবিতা

স্যালুট সিংহমানুষ

সাময়িকী: শুক্র ও শনিবার

-মতি গাজ্জালী

স্বভাবে সিংহপুরুষ শুধু পথ রচে না; হাঁটতে শেখায়…
দুর্গম পথে যাত্রিকে সাহসী বানায়।
মরতে শেখায়। জিৎতে শেখায়।

স্বভাবে কোমল। ভদ্রজনোচিত চেহারার মানুষ ঘুঘুপাখি,
কাউকে না ডাকি; একাই মাঠের অধিকার নেয়।
এরা ক্রিতদাস।

এরা পথ রচে না। অন্যের পথে কাঁটা ফেলে।
দিতে নয়; নিতে জানে। আস্ত ধান গিলে ফেলে।

রগচটা বাপের বেটা। রাজার সনে বড়ই ঠেটা।
বাজায় ল্যাঠা।
অন্যায় মানে না। দৈত্য চিনে না।
মধুর ভাষা নেই; বড়ই ঠোঁটকাটা।

ঘাড়ট্যাড়া। তাদের হাতে সভ্যতা গড়া।
বেড়ালমানুষ। জীবিত নয়; ডাহা মরা।

সুন্দরীও এক ক্রিতদাসী।
পরিচর্চ্চায় অবরোধবাসিনী।
বিদ্রোহ জানে না; শুধু কানাকানি,
হোক সে কোন রাজার রানী।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930