সাময়িকী: শুক্র ও শনিবার
-সজল মনির
ভাবি মনে কখনো, অজানাতে গড়ি ঠাঁই
জীবনের খাতাটা, ভরে গেছে শুন্যতায়
প্রাণটা আছে তাই খেয়ে পড়ে বেঁচে থাকা
প্রকৃতির পরিহাসে চলছে জীবনের চাকা
অতীতকে মনে করে আফসোস হয় রোজ
থেমে গেছে পথ চলা কে রাখে কার খোঁজ
প্রতিপত্তি ভেসে যায়, বিনা মেঘের বর্ষায়
উল্টোপিঠ মুদ্রার, ভেংচি কেটে গান গায়
ভালবাসা ধীরে ধীরে উড়ে যায় বাতাসে
চাওয়া পাওয়া নেই আর, সব কিছু পানসে
অনুগ্রহে বেঁচে থাকা জীবনের কত দোষ
হররোজ চলাফেরায় যত করি উঠবস
ইচ্ছার নেই দাম, এখন সবই করুনা
মাঝে মাঝে হিসেবটা একেবারেই মিলেনা
তাই ভাবি, চলে যায়, যেথা পাই বাঁচার আশ
বাধাহীন স্রোতধারায় বুক ভরে নিতে শ্বাস।
Add Comment