সাময়িকী: শুক্র ও শনিবার
-তারিক-উল ইসলাম
থাকুক ফুলতোলা জামা, থাকুক ফিতেঅলা প্যান্ট, জুতো।
শিশুদের মুখ থাক, চোখ থাক, সবুজে সবুজ থাক, অবুঝ কান্না থাক।
হঠাৎই হেসে ওঠা, ফুটে ওঠা ফুল থাক।
জানালাটা খোলা থাক।
থাকুক দুপুরের রোদ, থাকুক বিকেলের হাওয়া, প্রশস্ত মাঠ।
আকাশটা আকাশ থাক, পাখির আবাস থাক, বৃক্ষ বৃক্ষই থাক।
আনত মেঘের মায়ায় ছায়া-বৃষ্টি থাক।
করতলে অফুরন্ত স্বপ্ন থাক।
উড়ন্ত চুল থাক, চুম্বনে ভুল থাক, রাখঢাক তাও থাক।
অসুখে আরোগ্য থাক, নদীতে মাছ থাক, বসতিতে বসতি থাক।
মানুষে মানুষ থাক, আমাদের পৃথিবীটা বেঁচে থাক।
সবুজ পৃথিবীটা বেঁচে থাক।
Add Comment