সাময়িকী: শুক্র ও শনিবার
-এলিজা খাতুন
সূর্য নিয়ে টানাহ্যাঁচড়া করে কী লাভ !
অন্ধকার চিবিয়ে খেতে খেতে
দিনের সিঁড়ি খুঁজে চলেছে যেসব লোকেরা
মূলত তারা গ্রাস করে-
খুপড়ির অন্ধকারে নেমে আসা সম্ভাবনার ভোর
সময়ের ব্যাপ্তি যে অভিজ্ঞতা দেয় প্রাণে
তা নেই আমাদের
তবু বলা যাবে
আলো পাওয়া যেতে পারে
আলো রাখা বেষ্টনী গড়ার সময় এবার
Add Comment