সাময়িকী: শুক্র ও শনিবার
-শহীদুল্লাহ ফরায়জী
আর ভালো লাগেনা
ক্রমবর্ধমান যন্ত্রনা
আমার উপর সর্বনাশ ছুড়ে মারো
বংস হই বিনাশ হই
আর ভালো লাগেনা
নিজের সাথে নিজের বিবাদ
আর ভালো লাগেনা
নিজের ভিতর রক্তক্ষয়ী সংঘর্ষ
আগুনে পুড়ে ছারখার করো
নিশ্চিহ্ন হই
বিরতিহীন লড়াই দ্বন্দ্বযুদ্ধে
আমার হাতেই নিহত হল
আমারই আত্মা
এখন সাময়িক যুদ্ধ বিরতি
আত্মার সৎকার করবো বলে
আর ভালো লাগেনা
কফিন দেখা
আমাকে জীবন ও মৃত্যুর
বাইরে নিয়ে যাও
অন্তহীন পথ নির্ধারণ করো
বিস্মৃতির অতলে বিলুপ্ত হই।
Add Comment