হ্যালো- ঈদ সাময়িকী
-অপংশু দেবনাথ
ক্লান্ত পাইথনের মতো পড়ে আছে শহর।
পরিযায়ী পাখির দল এখানে বেড়াতে আসে
ভ্রমণ শেষে ফিরে যায় অনন্ত শূন্যতার দিকে।
ভয়ঙ্কর সেই রূপ,তার পেটের ভেতর ছুটছে মানুষ।
এই বিমর্ষগতি!
আমি তার জানিনা কিছু।
অলস সময় খণ্ড ক্ষুদ্র হতে হতে
সবমুখ ঝাপসা হয়ে আসে।
পরিযায়ী মন আমার
পাইথনের ছায়ার আড়ালে তোমাকেই খুঁজে।
এখানে কোথাও ছায়া নেই,
যেটুকু আশ্রয় ভাগবাটোয়ারা করে ভোগ করে চতুরচাতক।
এইসব চাতকেরাই বৃষ্টিতে ভেজে বারোমাস।
Add Comment