সাময়িকী: শুক্র ও শনিবার
-কামরুল বাহার আরিফ
দিন শেষে যখন
পথ শেষ হয় টাকার বৃক্ষের নিচে,
তখন সকল সম্পর্ক
সেই সম্পর্কের দরজা–দরজার জমাটবাধা কাঠ,
জ্বালানিবৃক্ষ হয়ে যায়।
দরজা আর পথ–
এবং মরা সম্পর্কগুলো অতীত মন্থনের মত
ড্রেনের বুদবুদির বিশ্বাসে ভেসে ভেসে যায়।
Add Comment