সাময়িকী: শুক্র ও শনিবার
-ফারহানা রহমান
নিঝুম বৃষ্টিতে ভিজে
কেউ একা হয়ে গেছে
দৃশ্যটি শিল্পীত নয় জেনে
তুলির আঁচড় মুছে দিতে
ক্যানভাস ঢেলে দেই
অন্ধকার
তারপর ঘরের ভেতর
শুরু হয় তুষারপাত
তারপর অজস্র ফাটল
শত শত নদী
আলোর ঘুর্ণিতে অবসাদ
উথাল পাথাল স্মৃতি!
অবশেষে
বিস্তীর্ণ শূন্যতা নিয়ে
শব্দের সংকেত ভুলে গিয়ে
অপেক্ষার অবসান ঘটে
তখন কেবলই
শরীরে জানালা বন্ধ হয়
আর মনের জানালা
বিরহে পুড়তে থাকে।
Add Comment