সাময়িকী: শুক্র ও শনিবার
-পিয়াল রায়, কলকাতা
আর যে কত রঙ্গ দেখব ভাইরে
এই দুনিয়ার তারাই রাজা
যাদের বিবেক নাই রে
আর যে কত রঙ্গ দেখব ভাইরে
(রাজা) চলেন বলেন এমন ভাষায়
ছাই ঢেলে দেন ভাতের আশায়
বুঝবো যে সব বুদ্ধি ঘটে নাই রে
(তিনি) হাসেন কাঁদেন যাদের কথায়
তাদের নানান রকম ব্যথায়
ভাঙছে দেশের হাড়গোড়টা প্রায়ই রে
কত যে আর রঙ্গ দেখব ভাইরে
শ্রমিক নাকি খিদেয় কাতর?
চাষীর মাথায় ঋণের পাথর?
রাজার মাথাব্যথার কারণ নাই রে
রাজার মাথায় মুকুট সোনার
সময় কোথায় সংখ্যা গোণার
বোকার হদ্দ জনগণের ছাই রে
কালো দিনের রাজত্বিতে
রাজার রাজা চতুর্দিকে
তোমার রাজা আমার রাজা নাই রে
জীবন নামের আত্মাটাকে
বাঁচিয়ে রাখার অজুহাতের
কোথায় আছে মোক্ষম দাওয়াই রে?
হরি হে, দেশ বাঁচাবে
এমন ধনী রাজা কোথায় পাই রে
Add Comment