সাময়িকী: শুক্র ও শনিবার
-নাসরিন আক্তার
বুবু, খুব ইচ্ছা করে
অতীত জীবনের পতিত ঘরে তারে জায়গা দেই ।
হাতে হাত মিলাইয়া হাইট্যা যাই মাইলের পর মাইল
ন্যাড়া জমির আইল ধইরা ছুইট্টা বেড়াই চেনা-অচেনা পথ- ঘাট ,
যেমন কইরা ঝিকঝিক ঝিকঝিক শব্দ কইরা, রেলগাড়িডা দৌড়ায়।
জানি গো বুবু,
দুই জনের মইধ্যে মেলা ফারাক,
তাও সাধ জাগে একবার হাতখান ধরি,
গতরের ঘেরাণ পাইবার ল্যাইগা না গো বুবু
কয়েক ইঞ্চি দূরত্বই বড় বেশি খালি খালি লাগে ।
ইচ্ছা করে –
রোজ রাইতে দ্যাহা হপনের লাহান
ভাদ্র মাসের পুয়াতি চান্নি রাইতে
ভরা নদীর বুহে এক্ষান নাও ভাসাই।
ছয়া নাই নাইয়াও নাই এক্ষান পালতোলা নাও
হেয় আর আমি আর মন ভালা করা পুবালী বতাস
পিডে পিড ঠেহায়া গুনগুন কইরা গীত গাই।
বড় তিয়াসগো বুবু বড় তিয়াস!
ইচ্ছা করে একবার মিছামিছিই হাতখান ধরি।
হেয়তো কোনদিনই আমার হইবার না
তয় কি জানো বুবু?
হেই চোখ! হেই চাউনি! ঠিক হেইরোম চেক্ষের ভাষা!
বড্ড পুড়ায় গো বুবু বড্ড বেশি পুড়ায়।
Add Comment