সাময়িকী: শুক্র ও শনিবার
-সুমিতা বিশ্বাস (আমেরিকা-নিউইয়র্ক)
চলো ঘুরে আসি সমুদ্রের তীরে-
কেন ?সমুদ্র আছে তোমার অন্তপুরে,
তোমার অন্তপুর সমুদ্রে রোজ সাঁতরাই,
আমি ডুবুরি উত্তাল ঢেউয়ে হারাই।
চলো তাহলে পাহাড় দেখতে যাই-
কেন?কঠিন পাহাড়ে সুখছায়া নাই ,
তোমার বক্ষ পাহাড়ে আছে সুখছায়া,
দুই পাহাড়ের মাঝে তোমার প্রেমমায়া,
চলো যাই তবে ফুলের বাগানে-
কেন ? বাগানের ফুল ভ্রমর টানে,
শরীরে তোমার ফুলের গন্ধ পাই ,
তোমার গন্ধ ফুলের বাগানে নাই।
চলো তাহলে চাঁদ দেখতে যাই-
কেন ?চাঁদমুখ তোমার দেখতে পাই ,
তোমার বুকে মাথা রাখি যখন,
মুগ্ধ চোখে তোমায় দেখি তখন ।
চলো তবে ঝর্নাতে করি স্নান-
কেন? তোমার গোপনধারা করে আহ্বান,
ঝর্নার জলে শান্তি নাহি মেলে ,
স্নান করিয়ে দাও গোপনধারা জলে।
Add Comment