গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ, আ-মা-র যেন মন ভোলায় রে!
আহা এমন প্রকৃতির ছোঁয়ায় নিজেকে হারিয়ে যেতে মন কার না চায়!
গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন কিন্তু পড়ে থাকে গ্রামের মেঠো পথে প্রান্তরে। ছবিটি যশোর থেকে তোলা।
গ্রামের সাধারণ জীবন-যাপনের একটি অংশ বিশেষ। এমন সরল জীবন দেখতে মাটির টানে নিজেকে নিয়ে চলুন গ্রামের ছোঁয়ায়।
নদীতে এখনও দেখা যায় এমন নৌকা নিয়ে নদী পারাপারের দৃশ্য!
ফসলের মাঠে স্বপ্ন পূরণ করতে পরিশ্রম করা চাষীদের খাবার খাওয়া হয় মাঠে বসেই। এত ক্লান্তির পরও মুখে থাকে হাসি।
ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম, আঁকা-বাঁকা বয়ে চলা নদী-খাল, সবুজ শ্যামল মাঠ সবকিছুই প্রাকৃতিক। গ্রামের নদী ও খালে এমন নৌকা বেঁধে রাখার দৃশ্য এখনও চোখে পরবে। গ্রামের পথ দিয়ে গেলে এমন দৃশ্যে চোখ আটকে যাবে।
ছবিটি, শিবচর মাদারীপুর থেকে তোলা।
আহা মন হারিয়ে যায় গ্রামের শীতল সব হাওয়ায়। ভর দুপুরের এমন প্রাকৃতিক দৃশ্য নিজেকে কোথায় যেন নিয়ে যায়!
ছোট বেলার এমন দৃশ্য কম বেশি সবারই হৃদয়ে গাঁথা আছে।
গ্রামের সারি সারি গাছপালা, আঁকা-বাঁকা মেঠোপথ, ফসলের ক্ষেত, বসতবাড়িতে শান বাঁধানো পুকুর ঘাট। সবকিছুই দেখলে মনে হবে এ যেন শিল্পীর রংতুলি দিয়ে আঁকা কোনো ছবি।
ওদের ছেলেবেলা একদিন ওদের কাছেই স্মৃতি হয়ে থাকবে।
ছবিটি, যশোর থেকে তোলা
Add Comment