কবিতা

স্মৃতির ক্যানভাসে একফালি চাঁদ

সাময়িকী: শুক্র ও শনিবার

-শফিকুল বারী শিপন

তোমার চিঠিভরা মেঘ তুমি কোন অনামিকার ঠিকানায়
পাঠিয়েছ তা আমি জানিনা প্রিয়,
তবে অধিকার আছে তোমার, পছন্দের যে কাউকে আলিঙ্গনের…
এই পৃথিবীতে যে সর্বোত্তম স্বাধীনতা পাবার আনন্দময় স্বপ্ন নিয়ে তুমি জন্মেছ তা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না…..
আমি জানি আমি হয়তোবা তোমার ভাবনা জগতের সীমারেখায় নিছক এক আগুন্তক মাত্র,
কিন্তু আমার মনোজগতে তুমি হলে চিরস্থায়ী বাসিন্দা,
তাই তোমায় দিতে চাই আজ স্বস্তির আশ্বাসন,
হতে পারে অযাচিত,আমার এই অভিপ্রায়…
হতে পারে অপ্রাসঙ্গিক, আমার এই প্রতিজ্ঞা…
হতে পারে অসংলগ্ন ও হাস্যকর, আমার এই প্রয়াস…
কিন্তু বিশ্বাস করো, আমি আজ এই পণ করবোই,
আর তার দায়ও রইবে আমার নিজের উপর….
ওগো প্রিয় ভালোবাসা আমার…..
কখনো ছেড়ে যাবোনা তোমায়,
তোমায় ছাড়লে আমি আর তো আমি থাকবোনা…
তোমার অবহেলায়, তোমার পাগলামিতে, তোমার অস্বাভাবিকতায়,
তোমার লেখনীতে, তোমার সারাবেলায় তুমি আমায় যখনই
হাতছানি দিয়ে ডাকবে তৎক্ষণাৎ আমায় তোমার মাঝে পাবে, তোমার পাশে পাবে, তোমার কাছে পাবে,
হাসছো, তাইনা? ভাবছো, এই পাগলিটার আবার হলো কি?
কিছু হয়নি গো, শুধু কেন জানি এসব বলতে মন চাইছে ,
তো বলছি শোনো…
তোমার কোনোরূপ রাগের প্রচন্ড রোষে আমার অনুরাগ একচুলও নড়বেনা…
দুঃখে তোমার চোখের জল আসার আগে আমার ভালোবাসার স্নেহলেপ তুমি তৈরী পাবে,
তোমার সুখের দিনে, প্রথম অভিনন্দন আমার নামেই লিখে রাখবে,
আমার পক্ষ থেকে অভিনন্দন আমি দেয়ার আগেই তুমি নিজ থেকে তা নিয়ে নেবে…..
তুমি কখনো কঠিন কোনো অপমান করতে চাইলে আগে থেকেই বলে দিচ্ছি কোনো লাভ হবেনা,
অনাদির আদি যে, মহাকালের প্রভু, তাঁর দীক্ষিত আমি…
বৈরাগ্যের তিলক আমার আজ্ঞাচক্রে অংকিত….
কাজেই,
আমার নেই কোনো সম্মানের মোহো,
আমার নেই কোনো অপমানের ভয়,
তোমার সব স্বপ্নে, চিন্তায়, ভাবনায়, পরিকল্পনায়, যদি তুমি আমায় সহভাগী মনে করে কিছু বলতে, শোনাতে বা বোঝাতে চাও আমি তাতে মনে প্রাণে অংশগ্রহণ করবো….
আমি সর্বাবস্থায়, তোমায় একবার ভুলবোঝার চেয়ে, শতসহস্রবার সঠিকভাবে বোঝার আন্তরিক পদক্ষেপ নেয়াকেই শ্রেয় মনে করবো…
সাধারণত আমার কোনো কঠিন কথা, অভিযোগ কিংবা অভিমানের রূপ নিয়ে তোমার দিকে ছুটে যাবেনা কিন্তু অগত্যা কিংবা অপারগতায় যদি এমনটি হয়ে ও যায় জানবে পরিস্থিতির প্রাবল্যের প্রভাব এটি, কিন্তু ভালোবাসা আমার সর্বদাই অটুট ও অক্ষুন্ন আছে…
আমার এই সপ্তপ্রতিজ্ঞা ব্যতীত আরো অনেক অঘোষিত প্রতিজ্ঞা রয়েছে যা সময়ে সময়ে প্রকাশিত হবে…
আমি জানি প্রিয় ,তুমি ভাবছো অযথা কেন এসব বলছি…
ভেবে দেখলাম তুমি আমায় ভালোবাসো কিংবা নাই বাসো, তাতে আমার ভালোবাসা কখনো প্রভাবিত হবেনা…
আর নিজের প্রিয় ভালোবাসাকে সংশয়বিহীন ভালোবাসা প্রদানের পূর্ণনিশ্চয়তা দেয়ার দায়িত্বটি ও আমারই…
তাই কখনো অতো ভেবোনা প্রিয় ……
আমি ছিলাম,
আমি আছি,
আমি থাকবো,
ভালোবেসেছি,
ভালোবাসি,
ভালোবাসবো…
অনন্তকাল ধরে, কালের ও ঊর্ধ্বে কিংবা
যেখানে কালের ও প্রবেশ নিষেধ…

 

কবি পরিচিতিঃ
কবি শফিকুল বারী শিপন একাদশ শ্রেণীতে পড়াবস্থায় লেখালেখিতে মনোনিবেশ। হাতে খড়ি স্কুল জীবনে দেয়াল পত্রিকা থেকে। ২০০৪ সালের একুশে বইমেলায় তার প্রথম একক কাব্যগ্রন্থ “যখন গিয়েছে ডুবে পূনিমার চাঁদ” প্রকাশিত হয়। তার ঠিক ৩ বছর পরে দ্বিতীয় কাব্যের বই “সতীনদের ডুবসাঁতার” ২০০৭ সালে বিজয় স্মরনীস্থ “ঢাকা বইমেলায়” প্রকাশিত হয়। শিক্ষাগতযোগ্যতা- জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিস্ট্রি এন্ড কালচার নিয়ে পোষ্ট গ্রাজুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে দ্বিতীয় বার(ডাবল) মাস্টার্স এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে এডমিন এন্ড এইচ আর এম (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) এম,বি,এ এবং Rapport Management Institute থেকে হিউম্যান ডেভেলপমেন্ট এর উপর ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করেছেন। বর্তমানে কবি শিপন দেশের একমাত্র সরকারি ড্রাগস কোম্পানির উপ-মহাব্যাবস্থাপক পদে কর্মরত আছেন। কবি ভালোবাসেন প্রিয় মানুষদের সান্নিধ্যে আড্ডা আর রসময় গসিপিং।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031