সাময়িকী: শুক্র ও শনিবার
– কবির জুয়েল
ডাকবাক্স গুলোতে মরিচা পড়েছে।
ডাকপিয়ন শহর ছেড়েছে সেই কবে;
খাকি শার্টে আর দেখা যায় না তাকে।
ভালোবাসার চিঠি নিয়ে সেই ডাকপিয়নকে
কতকাল দেখিনি,
কতদিন অপেক্ষা ঘুচিয়ে বলেনি
হঠাৎ বেল বাজিয়ে;
এই নিন আপনার চিঠি;
ইশ! কত অপেক্ষার পর সেই চিঠি পাওয়া।
কত আশায় বাতি জ্বালিয়ে জেগে থাকা রাত গেছে;
কত কি ভেবেছে মন।
কত সংশয় থেকেছে; আসবে তো চিঠির উত্তর?
পাবে তো সে আমার হলুদ খামটা!!
এই শহরে আবার ডাকপিয়নের আর্বিভাব হোক।
জোৎস্না আলোয় কিংবা কুপির সলতেতে;
জানালার পাশে বসে ‘আবেগ মিশিয়ে’
চিঠি লেখা শুরু করুক প্রিয়তমকে;
শহরে, গ্রামে, পাড়া, মহল্লায়
আবার শুরু হোক ডাকপিয়নের হাঁক ডাক
প্রিয় মানুষের উত্তর না আসলেও;
অপেক্ষা করতে করতে মন আনচান হোক
নিরব বিরহে পুড়ুক আবার মন
তবুও চিঠির শুরুতে লেখা হোক –
কেমন আছো? কতদিন তোমাকে দেখিনা…
তারপর…
“মরিচা পড়া ডাকবাক্সে চিঠি দিও রোজ;
খাম ভর্তি প্রেম দিও, রাখিও একটু খোঁজ।”
Add Comment