সাময়িকী: শুক্র ও শনিবার
-রমা বিশ্বাস
এ দু চোখে চোখ রেখে,কি পেয়েছ খুঁজে?
সীমাহীন সমুদ্র চোখ, আর উত্তাল জলরাশি?
পাড় ভাঙা বালিয়ারীতে, চেয়ে দেখেছ কি?
স্বপ্ন ভাঙার ঢেউরাও কেন হয় এমন উদাসী?
অবুঝ মন বালিয়ারীতে লিখেছিল কোনও নাম,
আনমনে সে নাম, মুছে দিয়েছিল কি কেউ?
বেহিসাবি ভালোবাসা ভাসিয়েছিল উজার করে,
তাকেও ফিরিয়ে দিয়েছে অভিমানী কোনও ঢেউ!
সমুদ্র চোখের অতল গভীরে, কেন ডুব দিলে?
কি আনতে চেয়েছিলে? মণি কিংবা মাণিক্য!
জানতে না? সমুদ্রের গভীরে শুধুই অন্ধকার,
আছে মৃত কোরালের মত জমানো দুঃখ!
তবে এ দু চোখে চোখ রেখে, কি পেয়েছ খুঁজে?
এক তালদিঘী চোখ, যেন শান্ত নিস্তরঙ্গ!
এ চোখে ভাসে স্বপ্ন রাঙা অজস্র কচুরিপানা,
সাঁতার কাটে রঙিন মাছ, তখনও দিঘী নিস্তব্ধ!
যে চোখের স্বচ্ছ টলটলে জল এঁকে চলে,
নাম না জানা উড়ন্ত কতশত মেঘেদের ছবি,
এ চোখের জলে ভাসে, ঝরে পড়া পাতা,
কি খোঁজে এ চোখে বাউন্ডুলে কোনও কবি?
দিঘী চোখের অতল গভীরে, কেন ডুব দিলে?
কি আনতে চেয়েছিলে? ঝিনুক মুক্তো ভরা!
জানতে না?দিঘীর গভীরে স্যাঁতস্যাতে অন্ধকার,
শ্যাওলা হয়ে জমে আছে মৃত ইচ্ছেরা!
এ দু চোখে চোখ রেখে,খুঁজে নাও নদী চোখ?
যে চোখের জল প্রবাহের মত বয়ে যায় নিরবধি,
কখনও সমুদ্রে মেশে, কখনও প্লাবনে ভাসায় দিঘী,
এ চোখের জলেই খুঁজে পাবে এক মাছরাঙা নদী!
Add Comment