সাময়িকী: শুক্র ও শনিবার
-মুকুল
আমার অস্তিত্ব,
আমার জীবনের–
ছাঁই বরাবর —
নৃত্য করে।
সব তুই গুলোকে,
তুমির খাঁচায় আবদ্ধ করতে চাই।
তুই যখন তুমি হয়ে যাবি,
তখন তুমিটার পাশেই,
রাত্রিতে সন্তর্পণে ঘুমাতে চাই।
ঘুম থেকে উঠে আবার তুমিটাকেই দেখতে চাই।
জীবন হলো ছাঁই,
যা উড়ে বেড়ায়,
আর উড়লেই নোংরা করে চোখ।
গর্ব করি না।
গর্ব সহ্য হয় না আমার।
সৃষ্টির সুবিশাল ক্ষমতাকে খুঁজে ফিরছি,
আর খুঁজে ফিরছি তুমিটাকে।
দুটো অসম্ভব ছাঁই স্বপ্ন,
উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, মনে মনে।
মনটা বারবার হয় নোংরা!!!
Add Comment