সাময়িকী: শুক্র ও শনিবার
-মেহেদী ধ্রুব
পৃথিবীর আলো পৃথিবীর নয়, কিছুটা পাপ পাখিরও হয়
মিথ্যেরা যতটা সুন্দর ততটা নৃশংসতা গোলাপও সয়।
সব পাখি পাখি নয়, কিছুটা থাকে অমীমাংসিত আশ্রয়
সব গোলাপ গোলাপ নয়, কিছুটা মুক্তভুল, সুন্দর প্রশ্রয়।
সব আমি আমি নই, কিছুটা কারাগার, মনসার আদর
সব তুমি তুমি নও, কিছুটা প্রশ্ন বেহুলার ভেলার ভেতর।
Add Comment