কবিতা

মনিকর্ণিকার ঘাট

সাময়িকী: শুক্র ও শনিবার

-চিরশ্রী দেবনাথ

কে মরল, হে যুবক,
মা না বাবা ?
দেখি না তো মুন্ডিতমস্তক, স্পষ্ট কোন শোকরেখা।
কি বললে !
বিচ্ছেদ এবং বিচ্ছেদান্তর পর্বের আহুতি!
শ্রাদ্ধ, শান্তি এবং পুরোহিতাচ্চরণ !
দান !
কাঙালী ভোজন !
কিন্তু, সে তো এখনো আছে পৃথিবীর পরে রক্তাম্বরে, এই গোধূলিতে
ট্রেনের জানালায় বসো শুধু একবার,
দেখো কেমন করে জ্বলে চিতা হৃদয়ে দ্বিগুণ দ্বিগুণ

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930