সাময়িকী: শুক্র ও শনিবার
-মতি গাজ্জালী
ফসলের মাঠে সোনালীধানের শীষে;
মিশে আছে কিষাণের চোখের আলো,
ভালো করে দেখো তার মুখ,
সুখ ভরপুর কতো না আনন্দ হরষে।
ওই গল্প কিষাণির আঁচলে একগাছি চাবি,
রাতভর স্বপ্ন বুনন আর যেনো বায়োস্কোপের ছায়াছবি,
কখনো কখনো কথার ছলে দুজনেই মধ্যরাত্রির কবি,
ফজরের আলোয় ফোটে যেনো রক্তকরবী।
আসে নবান্ন, দিনরাত সাজে অনন্য,
কিষাণ কিষাণি দোহে মিলে অসামান্য।
ব্রাত্য ঘরখানি প্রাসাদ; পেটে যদি জোটে দুমুঠো অন্ন।
Add Comment