ছবিঘর

সবুজে আঁকা রুপ ও সৌন্দর্য ( ছবি ০৮)

গ্রাম-বাংলার মায়ামাখা রুপ

হ্যালোডেস্ক

গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে। বিশেষ করে যারা শহরে থাকেন তাদের অনেকেরই মন কিন্তু পড়ে থাকে গ্রামের মেঠো পথে প্রান্তরে।

গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারও। গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো চিত্তে অনেক শান্তি দেয়।

​ ইট-পাথরের শহরের খুপড়ি ঘরে সবই কৃত্রিম। অথচ ছায়ায় ঘেরা মায়ায় ভরা গ্রাম, আঁকা-বাঁকা বয়ে চলা নদী-খাল, সবুজ শ্যামল মাঠ সবকিছুই প্রাকৃতিক।

গ্রামের শ্রমিকরা বড়ই সহজ-সরল প্রকৃতির। মনটা তাদের বড়ই উদার নেই তাতে কো গড়ল

আঁকাবাঁকা মেঠো পথ ধরে বেলা শেষে রাখাল ফিরছে গরু নিয়ে।

মাঠজুড়ে ধানক্ষেত সবুজ ফসলের মাঠ। দখিনা বাতাস দোলা দেয় সে ফসলকে।

গ্রামগুলো মাঠের সঙ্গে মিশে অনেক জায়গায় এক হয়ে গেছে। গ্রামের মেঠো পথ সারি গাছপালা, আঁকা-বাঁকা মেঠোপথ, ফসলের ক্ষেত, বসতবাড়িতে শান বাঁধানো পুকুর ঘাট।  সবকিছুই দেখলে মনে হবে এ যেন শিল্পীর রংতুলি দিয়ে আঁকা কোনো ছবি।

প্রকৃতির চিরচেনা সুন্দর ও সচ্ছল গ্রামের রূপ-বৈচিত্র্য অটুট থাকুক যুগ যুগ। আবহমান গ্রাম-বাংলার রূপ বৈচিত্র্য যেন বিলুপ্ত না হয়।

ছবি: জাকির মুন্সী

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930