সাময়িকী: শুক্র ও শনিবার
-কাকলী মুখার্জি
অভিমানের অবসন্নতার গ্লানি নিয়ে
কি হবে বলো!
তারচেয়ে তুলতুলে আবেগগুলো
মুড়ে ফেলো রুপোলি ‘ফয়েলে’!
বেশ চকচকে ঝকঝকে চমকদার দর্শনীয় হবে।
আর মন
সে যে কি বিষম!
কাজ নেই আর ও অন্বেষণে,
পুড়তে পুড়তে হয় ছাই,
নয় গলতে গলতে সমুদ্রে!
দরকার কি এতো ক্লীষ্ট হবার!
বরং আনন্দ ফুটিয়ে তোলো মুখে,
দীর্ঘায়িত করো তাকে
অনাবিল সুখ!
দুঃখগুলো দুঃখ পেতে পেতে
ক্লান্ত হয়ে নিশ্চিহ্ন
হবে ঠিক দেখো…
Add Comment