সাময়িকী: শুক্র ও শনিবার
-জানোবি জাইমা
তুমি নির্বিকার থেকো
যেভাবে উদাস থাকে প্রশাসন
মানুষ কাতরায়..
আমি তোমার জলজ ভূমিতে
বুনে দেব খরার ফসল।
গাছের বাকল পরে নদীচরে জ্যোৎস্নারাতে
বালির রূপোলি কি চেনে
লুকোনো প্রেমের সব সবজি ডাল ভাতে
চন্দন বর্ণের মতো তোমাকে মেখেছি
নদীজলে ডালপালা ছড়িয়ে কতদিন।
কত বছর বেঁচে আছি শুধু তোমার জন্যে
অন্ধকারে অগ্নুৎপাতে পাথরে পাতালে
খনিগর্ভে মেমরিতে, মরা গাছের তল দিয়ে
দেয়ালের সুক্ষ্ম রন্ধে কপোতপালিতে
তুমিঅত সব কিছুই জানো না।
তুমি যেমন আছ তেমনই থাক
আমি তোমাকে একটু একটু করে
শুষে নেব অগস্ত্যের মতো…
তুমি যেন শরীর পালটে ফেল না।
হাতে কলমে না হোক বাতাসের চিঠিতে
চোখের ওপার থেকে এই আমার নন্দনবার্তা।
Add Comment