হলিউড
হ্যালোডেস্ক
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। তার অভিনীত সিনেমাগুলোর মাঝে অন্যতম ‘মিশন ইম্পসিবল’সিরিজ। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির ৭ম সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন টম। তবে এবার শুটিং সেটের ক্রুদের উপর বেশ ক্ষেপেছেন তিনি।
সিনেমার শুটিং চলাকালীন সময় দুই ইউনিটের ২ সদস্য করোনা নীতিমালার নিয়ম ভঙ্গ করেছেন। এজন্যই তাদের উপর টম ক্রুজের এ রাগ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে এই খবর।
দ্য সান তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, দিন কয়েক আগেই সিনেমার শুটিং চলাকালীন সময় ২ জন ক্রুকে করোনা বিধিমালা ভঙ্গ করতে দেখেন টম। আর সেই সময় ক্রুদের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।
টম তাদের উদ্দেশ্যে বলেন, ‘করোনা নিয়মনীতি ভঙ্গ করা আর কখনোই সহজভাবে নেওয়া হবে না। অনেক কষ্ট করে এই সিনেমায় আমরা আবারো ফিরে এসেছি। আমি কখনোই আবার আগের জায়গায় ফিরে যেতে চাই না। আর কখনো এমন কিছু চোখে পরলে তোমাদের চাকরিও চলে যেতে পারে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি অত্যন্ত দুঃখিত এভাবে বলার জন্য। কিন্তু তোমরা যদি কেউ নিয়ম মানতে না চাও তাহলে চাকরি ছেড়ে চলে যাও। আমি কখনোই আমার সিনেমাটি বন্ধ করতে চাই না। কাউকে আক্রান্ত দেখে মন খারাপ করতে চাই না।’
প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর মাসে ইতালিতে সিনেমাটির ১২ জন সদস্য করোনা আক্রান্ত হন। সে কারণে বেশ কিছুদিন বন্ধ ছিলো এ সিনেমার শুটিং। তারপর গেল মাসের দিকে শুটিং শুরু হয় নতুন করে।
ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে ২০২১ সালের ১৯ নভেম্বর।
Add Comment