রকমারি

হলুদের রঙে রাঙানো দিগন্ত

রামের আঁকাবাঁকা মেঠোপথের পাশে সরষের দিগন্ত বিস্তৃত মাঠ

হ্যালোডেস্ক

সরষে ফুলের সৌন্দর্য দেখার আনন্দ উপভোগের এই তো সময়। একে হলুদ প্রকৃতির মিলনমেলা বললেও ভুল হবে না। ঋতুর পালাবদলে এখন শীতের মাঠে মাঠে শোভা পাচ্ছে অপার সৌন্দর্যের সরিষা ফুল। সবুজ গ্রামের দিগন্তজুড়ে সেজেছে হলুদের রানি। সরিষা ফুলের মৌ মৌ গন্ধ সবাইকে আকৃষ্ট করে।

শিশিরসিক্ত সকাল। সরষে ফসলের আভা। মাঠজুড়ে সোনালি রঙের ফুল। আর সূর্যের কিরণে মুক্তার মতো ঝিকিমিকি যেন দারুণ এক অনুভূতি। মনের খোরাক বললে ভুল হবে না। সরষের মাঠে যতদূর চোখ যায়, ততই চোখ জুড়িয়ে যায়।

গ্রামের আঁকাবাঁকা মেঠোপথের পাশে সরষের দিগন্ত বিস্তৃত মাঠ। আর গ্রামঘেঁষা সরষে ক্ষেতের পাশে ছোট, বড়, বুড়ো স্বজনরা নতুন ধানের চারা তুলছেন রোপণের জন্য। পাশাপাশি কৃষান-কৃষানি অন্যান্য আবাদের কাজে ব্যস্ত সময় পারও করছেন।

তখন উত্তরের হিমেল বাতাসে সরষে ফুলের ডগাগুলো যখন দোল খায়, তখন নিজেকে অন্যরকম এক অনুভূতি জানান দেয়। আবার ভ্রমর ও মৌমাছি মধু আহরণের ছলে মত্ত হয়েও খেলছে। সরষে ফুলের মধুর বেশ সুনাম। এই মধু সবসময় পাওয়া দুস্কর। মাঠের পাশে মেঠোপথ। তাতে সারিসারি কলা, লাউ, শিমসহ নানা জাতের শীতকালীন সবজিও দৃষ্টি কাড়ে।

শীতের রিক্ততায় সোনালি রঙের সরষে ফুলের আকর্ষণে যে কেউ মুগ্ধ হবেন। তবে দিগন্তজুড়ে বিস্তৃত সরষে ফুলে প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে-গুছিয়ে উপহার হিসেবে দিয়েছে। ঐতিহ্যপ্রেমী শিশু, কিশোর, যুবক, যুবতী, কপোত-কপোতী, তরুণ-তরণীরা হলুদের রাজ্যে কেউ কেউ আনন্দে মত্ত। অনেকে সরষে শাক রান্না করার জন্যও পাতা তুলছেন। সময়ের ফুল সরষে সারাদেশেই খুব জনপ্রিয়।

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930